Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), জেলা কার্যালয়, সিলেটে আপনাকে স্বাগতম 


ডেটা বিতরণ পদ্ধতি

ডেটা বিতরন এবং মূল্য প্রদান পদ্ধতি

 

১. ডেটা ব্যবহারকারীরকে একটি আনুষ্ঠানিক অনুরোধ সম্বলিত চিঠিটি মহাপরিচালক , ওয়ারপো বরাবর  নির্ধারিত ফর্মে   চিঠি  / ফ্যাক্স / ই-মেইল এর মাধ্যমে পাঠাতে হবে । নির্ধারিত ডাটার আবেদন ফর্ম ওয়ারপোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

     কে চিঠি লিখতে পারবে

    ক) সরকারী  প্রকল্পের জন্য হলে অবশ্যই প্রকল্প পরিচালকে চিঠি লিখতে হবে

    খ) সরকারী/ আধা-সরকারী/ স্বায়ত্বশাসিত প্রাতষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠান / সংস্থা / বিভাগ / শাখার প্রধানকে চিঠি লিখতে হবে

    গ) ছাত্রদের জন্য প্রজেক্ট/থিচিস সুপারভাইজারে সুপারিশ সম্বলিত আবেদন পত্র  অপরিহার্য

    ঘ) বেসরকারি সংস্থা/কোম্পনীর জন্য  সংস্থা/কোম্পানি প্রধানকে চিঠি লিখতে হবে

    ঙ) আন্তর্জাতিক ও বিদেশী সংস্থার জন্য সংস্থা প্রধান /  বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধিকে চিঠি লিখতে হবে

    চ) কোন ব্যক্তি / ব্যবহারকারীর  নিজের জন্য প্রয়োজন  হলে সরাসারি চিঠি লিখতে হবে

২. ওয়ারপো অনুরোধকৃত তথ্যের জন্য আপ টু ডেট মূল্যের ভিত্তিতে একটি প্রাক্কলন তৈরি করবে

৩. তৈরিকৃত প্রাক্কলন আবেদনকারীকে ই-মেইল/ফ্যাক্স মারফত জানিয়ে দেওয়া হবে ডেটা ক্রয় নিশ্চিতকরণের জন্য ।

৪. ওয়ারপো মহাপরিচালক কর্তৃক প্রাক্কলন অুমোদনের পর ইনভয়েস/চালান তৈরি করে আবেদনকারীকে ই-মেইল/ফ্যাক্স/ টিঠির মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়ার হবে।

৫. ডেটা সংগ্রহের পূর্বে ইনভয়েস/চালান পেমেন্ট অর্ডার/ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে Director General, WARPO(NWRD) এ হিসাবে প্রদান করতে হবে। 
  এখানে উল্লেধ্য যে সকল ধরনের পেমেন্ট বাংলাদেশি টাকায় করতে হবে।
৬. ডেটা সংগ্রহের জন্য প্রয়োজনীয় CD/DVD ইত্যাদি আবেদনকারীকে প্রদান করতে হবে।